শিশুদেরকে মনোযোগী করতে Puzzle Game এর ভূমিকা

শিশু বিশেষজ্ঞদের মতে, আপনার শিশু (৩ থেকে ১০ বছর) যদি কোন নির্দিষ্ট কাজে তার মনোযোগ তার বয়সের থেকে ২-৫ গুন সময় পর্যন্ত ধরে রাখতে পারে তাহলে ধরে নিতে হবে তার মনোযোগ ক্ষমতা স্বাভাবিক আছে। উদাহরন  স্বরূপ, ধরুন আপনার বাচ্চার বয়স ৫ বছর, তাহলে স্বাভাবিক ভাবে, সে সর্বনিম্ন ৫*২=১০ মিনিট বা সর্বোচ্চ ৫*৫=২৫ মিনিট কোন নির্দিষ্ট বিষয়ের উপরে মনোযোগ ধরে রাখতে পারবে। আপনার বাচ্চার মনোযোগের ক্ষমতা যদি এর ভেতরে থাকে তাহলে তার মনোযোগ ক্ষমতা স্বাভাবিক আছে, আর যদি না থাকে তাহলে বিভিন্ন অনুশীলনের মাধ্যমে তার এই মনোযোগের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।

এক্ষেত্রে, বিভিন্ন Puzzle Game বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। Puzzle Game শিশুদের মস্তিস্কের “Concentration Muscle” গঠনে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে থাকে। তাই, শিশুর হাতে আজেবাজে আপ্রয়োজনীয় খেলনা তুলে না দিয়ে শিক্ষামূলক খেলনা তুলেদিন যা তাকে খেলার মাধ্যমে শিখতে সাহায্য করবে।

বাচ্চাদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার সহজ কিছু উপায়
বাচ্চাদের জন্য STEM কেনো গুরুত্বপূর্ণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close My Cart
Close Wishlist

Close
Navigation
Categories